পুলিশের জেরার মুখে যা বললেন শামি
কলকাতায় মোহাম্মদ শামিকে রেখেই বেঙ্গালুরুতে চলে যায় দিল্লি ডেয়ারডেভিলস। কারণ স্ত্রী হাসিন জাহানের গুরুতর অভিযোগের ভিত্তিতে পুলিশের জেরার মুখে পড়তে হয় এই ভারতীয় পেসারকে। গতকাল বুধবার কলকাতা পুলিশ প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করেছে শামি ও তাঁর ভাই হাসিবকে। অবশ্য এরপর দুজনকেই ছেড়ে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে জানা যায়, নিজের আইনজীবীসহ শামি ও তাঁর ভাই কলকাতা পুলিশের সঙ্গে দেখা করতে যান। সেখানে দীর্ঘ সময় পুলিশ দুজনকে জেরা করে। সে সময় তাদের জেরার ভিডিও রেকর্ড করা হয়। একই সময়ে হাসিনের ভিডিও রেকর্ডিং দেখানো হয় তাঁদের।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান প্রবীণ ত্রিপাঠি জানিয়েছেন, শামি ও তাঁর ভাই দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বয়ানের পরিপ্রেক্ষিতে ফের হাসিনের বক্তব্য শোনা হবে।
এ ব্যাপারে প্রবীণ ত্রিপাঠি বলেন, ‘নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে শামির কাছে জানতে চাওয়া হয়েছিল। তাঁরা দুজনেই আমাদের সহযোগিতা করেছেন।’
শামির ভাই হাসিব ছাড়াও তাঁদের মা ও বোনের বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন হাসিন।
শামির স্ত্রী হাসিন অভিযোগ করেন, উত্তর প্রদেশের আমরোহায় শ্বশুরবাড়িতে ধর্ষণের স্বীকার হয়েছেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে যখন তিনি ওই বাড়িতে বেড়াতে যান, তখন এ ঘটনা ঘটে।
এর আগে শামির স্ত্রী এই ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। পরকীয়া, নির্যাতন, হত্যাচেষ্টাসহ ম্যাচ ফিক্সিংয়ের মতো মারাত্মক অভিযোগও করেন শামিপত্নী।