বিপিএল সুপার ফোর
প্লে-অফে কে কার মুখোমুখি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/475996612_1825018638326271_8942780412529812673_n.jpg)
জমজমাট লড়াইয়ের পর শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্ব। নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা গ্রুপ পর্বে ছিল অনিশ্চিয়তাও। এতটাই যে, সেরা চারে কেবল ফরচুন বরিশাল ছাড়া বাকিদের অবস্থান নিশ্চিত হয়েছে শেষ ম্যাচের পর। অবশেষে বিপিএলের একাদশ আসর পেল তার সেরা চার দলকে। যারা চূড়ান্ত লড়াইয়ে নামবে শিরোপা জয়ের লক্ষ্যে।
একদিন বিরতি দিয়ে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে প্লে-অফের খেলা। গ্রুপ পর্বে সবার ওপরে থেকে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। সোমবার প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকেই হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে তারা। পেছনে ফেলে রংপুর রাইডার্সকে।
আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে বরিশাল-চিটাগং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে একইদিন দুপুর দেড়টায় মাঠে গড়াবে এলিমিনেটর ম্যাচ। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়ার লড়াইয়ে নামবে রংপুর ও খুলনা টাইগার্স।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল মুখোমুখি হবে এলিমিনেটরে জেতা দলের সঙ্গে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট-খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বিপিএলের নিয়ম অনুযায়ী, কোয়ালিফায়ার ও এলিমিনেটর—এই দুই ভাগে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাবে বাড়তি সুবিধা। প্রথম কোয়ালিফায়ারে জিতলে সরাসরি ফাইনাল। হারলে থাকবে সুযোগ। এলিমিনেটরে বিজয়ী দল দ্বিতীয় ও শেষ কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। অর্থাৎ, এলিমিনেটরে অংশ নেওয়া পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দল হারলে বাদ। জিতলে আরও একটি ম্যাচ খেলতে হবে ফাইনালে পৌঁছাতে হলে।