ক্লে-কোর্টের রাজা সেই নাদালই
প্রতিপক্ষ ছিলেন তাঁর চেয়েও ১২ বছরের ছোট। গ্রিসের টেনিস তারকা স্টেফানো টিটিপাস ফাইনালে নামছেন রাফায়েল নাদালের বিপক্ষে, তাও আবার ক্লে-কোর্টে! মাত্র এক ঘণ্টা আর ১৮ মিনিটের লড়াইয়েই টিটিপাসকে ৬-২, ৬-১ সেটে পরাজিত করে গতকাল রোববার নিজের ১১তম বার্সেলোনা ওপেন শিরোপা জিতে নিলেন নাদাল।
এটিপি র্যাংকিংয়ে শীর্ষে থাকা নাদালের মুখোমুখি হওয়া টিটিপাস ছিলেন ৬৩তম অবস্থানে। সেমিফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনকে আধিপত্য বিস্তার করে পরাজিত করেছিলেন নাদাল। এবার ১৯ বছর বয়সী টিটিপাসকে সেই একইভাবে বলতে গেলে উড়িয়ে দিয়েই প্রমাণ করলেন ক্লে-কোর্টের রাজাটা তিনিই।
রোববারের জয়টা ছিল নাদালের ক্যারিয়ারের ৪০১তম জয়। গ্রিক টিটিপাসের বিপক্ষের এই জয় নিয়ে নিজের প্রিয় কোর্টে এই নিয়ে টানা ৪৬ সেট জিতে নিলেন ৩১ বছর বয়সী এই স্প্যানিশ টেনিস তারকা। ১৭ বছরের ক্যারিয়ারে ১১টি বার্সেলোনা ওপেন শিরোপার সঙ্গে নাদাল জিতেছেন ১৬টি গ্র্যান্ড স্ল্যামও।