বার্সেলোনাকে গার্ড অব অনার দেবে না রিয়াল মাদ্রিদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/01/photo-1525178094.jpg)
স্প্যানিশ ফুটবল প্রথা অনুযায়ী কোনো দল লিগ জিতলে পরের ম্যাচে প্রতিপক্ষ তাদের ‘গার্ড অব অনার’ দেবে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দু’পাশে দাঁড়াবেন এবং জয়ী দল দুই সারির মাঝখান দিয়ে হেঁটে যাবেন। ওই সময় করতালি দিয়ে তাদের অভিবাদন জানানো হবে। তবে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস জানিয়েছেন, রোববার এল ক্ল্যাসিকোয় রিয়াল শিবির থেকে কোনো ‘গার্ড অব অনার’ পাবে না এই মৌসুমে লিগ শিরোপা জয়ী বার্সেলোনা।
আগের ম্যাচেই দোপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে জিতে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করেছে আর্নেস্তো ভালভার্দে শিবির। পরের ম্যাচেই মেসি শিবির মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। নিয়মানুযায়ী ওই ম্যাচেই রিয়াল শিবির থেকে সম্মানিত হওয়ার কথা মেসিদের। তবে রিয়াল মাদ্রিদ যখন লিগ থেকে একপ্রকার ছিটকে যায়, তখনই দলটির কোচ জিনেদিন জিদান ইঙ্গিত দিয়েছিলেন, এবার তাদের থেকে ‘গার্ড অব অনার’ পাবে না বার্সেলোনা।
এবার কোচের সুরে সুর মেলালেন দলের অধিনায়ক সার্জিও রামোস। তিনি বলেন, ‘আমাদের সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। তবে দল থেকে যা বলা হয়েছে, সেটা অপরিবর্তনীয় থাকবে। আমার মনে হয় ব্যাপারটা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি। তাঁরা যা চেয়েছে (শিরোপা), সেটা পেয়েছে। আমরাও চেষ্টা করছি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করতে। এখন আমরা ওই ম্যাচের (দ্বিতীয় লেগ) দিকেই বেশি মনোযোগী।’
এদিকে, রিয়াল শিবিরের ‘গার্ড অব অনার’ না দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ জর্দি আলবা। তিনি বলেন, ‘এ রকম সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক। আমরা সম্মান পাওয়ার মতো পারফর্ম্যান্সই মাঠে দেখিয়েছি। তবে রিয়াল যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় তবে সেটা অবশ্যই ওপর মহলের সিদ্ধান্ত।’