এক জয়ে তিন রেকর্ড ম্যানসিটির
প্রিমিয়ার লিগ জয়ের পর এবার যেন রেকর্ড গড়ার মিশনে নেমেছে ম্যানচেস্টার সিটি। এবার একদিনে তিনটি রেকর্ড গড়ল বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমেই গোল আদায় করে নেয় পেপ গার্দিওলার দল। ম্যাচের ১৫ মিনিটেই অসাধারণ কাউন্টার অ্যাটাক থেকে লিরয়ে সানের কাছ থেকে বল পেয়ে সিটিকে ১-০ গোলে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানিলো।
তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি সিটি। ম্যাচের ২০ মিনিটেই ব্রাইটনকে ম্যাচে ফেরান স্ট্রাইকার উলুয়া। ম্যাচের ৩৪ মিনিটে গোলের মাধ্যমে রেকর্ড গড়ে সিটি। পর্তুগিজ মিডফিল্ডার বার্নারদো সিলভার গোলের ফলেই প্রিমিয়ার লিগে চেলসিকে টপকে এক মৌসুমে সর্বোচ্চ ১০৪ গোল করার রেকর্ড গড়ল সিটি। রেকর্ড গড়ে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
বিরতি থেকে ফিরেও চলে সিটির আধিপত্য। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে তারা। ম্যাচের ৭২ মিনিটে আবারও লিরয়ে সানের অ্যাসিস্ট। মানের কাছ থেকে বল পেয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফার্নান্দিনহো। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে এক মৌসুমের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়ল সিটি। শততম পয়েন্ট থেকে সামান্য পিছিয়ে আছে তারা। এখানেও তারা পেছনে ফেলেছে চেলসিকে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩১টি ম্যাচ জয়ের রেকর্ডও এখন সিটির দখলে।