রোনালদোদের বিশ্বকাপের প্রাথমিক দল

রাশিয়ায় আগামী মাসেই মাঠে গড়াচ্ছে ২০১৮ বিশ্বকাপ। বেশ কয়েকটি দলই এরই মধ্যে ঘোষণা করেছে নিজেদের ৩৫ সদস্যের প্রাথমিক দল। এবার বিশ্বকাপের ৩৫ সদস্যের দল ঘোষণা করলেন পর্তুগালের কোচ ফারনান্দো সান্তোস।
বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের ঘোষিত ৩৫ জনের ১৯ জনই ছিলেন ২০১৭ সালের কনফেডারেশন কাপের ২৩ সদস্যের দলে। ২০১৪ রাশিয়া বিশ্বকাপের পর্তুগাল দলের ১১ সদস্যও আছেন প্রাথমিক দলে।
যথারীতি ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। ন্যানি, ব্রুনো আলভেস, উইলিয়াম, আন্দ্রে গোমেজ প্রমুখ ফুটবলারের সমন্বয়ে রাশিয়ায় মাঠে নামবে পর্তুগাল।
গ্রুপ ‘বি’-তে পর্তুগালের সঙ্গী স্পেন, ইরান ও মরক্কো। ১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।
রাশিয়া বিশ্বকাপে ৩৫ সদস্যের পর্তুগাল দল :
গোলরক্ষক : অ্যান্থনি লোপেজ, বেতো ও রুই পাত্রিসিও।
ডিফেন্ডার : অ্যান্তিনুস, ব্রুনো আলভেজ, সেদরিক, হোয়াও সানসেলো, হোসে ফন্টে, লুইস নেতো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুরেরো, রিকার্ডো, রোল্যান্ডো ও রুবেন দিয়াজ।
মিডফিল্ডার : আদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমেজ, বার্নারদো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, হোয়াও মৌতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, রনি লোপেজ, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়ার ও উইলিয়াম।
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক), আন্দ্রে সিলভা, এডের, জেলসন মার্টিনস, গনসালো গুইদেস, ন্যানি, পৌলিনহো ও রিকার্দো কুরেজমা।