এমেরিই পেলেন আর্সেনালের দায়িত্ব
২২ বছরের সম্পর্ক চুকিয়ে আর্সেন ওয়েঙ্গার ছেড়ে গেছেন আর্সেনাল। ২০১৭-১৮ মৌসুম শেষে ইংলিশ ক্লাবটির কোচের পদ ছিল খালি। ওয়েঙ্গারের জায়গায় আর্সেনাল কোচ হিসেবে বেছে সাবেক প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) কোচ উনাই এমেরিকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) অন্যতম সেরা এই ক্লাবের প্রধান কোচ হওয়ার ব্যাপারে শোনা গেছে অনেক গুঞ্জন। এমনকি মৌসুম শুরু আগেও বেশ ভালভাবেই শোনা যাচ্ছিল সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকে যোগ দেবেন আর্সেনালের সঙ্গে। শেষ পর্যন্ত সব গুঞ্জন, গুজব পেছনে রেখে দায়িত্বটা চাপল এমেরির কাঁধেই।
দুই বছরের জন্য আর্সেনালের এমেরির সঙ্গে এই চুক্তির অবশ্য কারণও আছে। পিএসজির হয়ে শুধু চ্যাম্পিয়নস লিগটাই জিততেনি তিনি। লিগ ওয়ানসহ চুক্তির গত দুই মৌসুম মিলিয়ে জিতেছেন মোট পাঁচটি কাপ। আর সাবেক এই সেভিয়া কোচ স্প্যানিশ ক্লাবটিকে জিতিয়েছিলেন টানা তিনটি উয়েফা ইউরোপা লিগ।
দিন কয়েক আগেই ওয়েঙ্গার বিদায় নিয়েছেন এমিরেটস থেকে। তাঁর অধীনে সব মিলিয়ে আর্সেনাল মাঠে নেমেছে ১২৩৫ ম্যাচে। জিতেছেন ৭০৭টি ম্যাচে। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা না হলেও ইংলিশ লিগের শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছেন তিনবার, সঙ্গে এফএ কাপের ট্রফি রয়েছে দুটি। এর মধ্যে ১৯৯৮ আর ২০০২ মৌসুমে তো জিতেছেন ইংলিশ লিগ ও এফএ কাপ দুটোরই শিরোপা।