রোজা রেখেই ফাইনালে নামছেন সালাহ?
চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা পড়ে গেছে রোজার মাসেই। মিশরীয় পত্রিকা আল মাসরি আল ইয়ুম জানিয়েছিল, ইংলিশ ক্লাবটির তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ ফাইনালে নামছেন রোজা রেখেই। তবে স্বয়ং লিভারপুল দলের ফিজিওথেরাপিস্ট নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে মিশরীয় ফরোয়ার্ড খেলছেন রোজা না রেখেই।
কিয়েভের ফাইনালে যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল তখন গড়িয়ে যাবে বেলা। ফাইনাল ম্যাচের ৩০ মিনিট পার হতেই হয়ে যাবে ইফতারের সময়। মিশরীয় পত্রিকাটির এমন খবরের সুবাদে গুজব ছড়িয়ে পড়েছিল, রোজা রেখেই খেলবেন সালাহ।
কিন্তু আসলে এমনটা সম্ভব নয়, লিভারপুল চিকিৎসক রুবেন পনস নিজেই মানছেন এমনটা। মাত্র ৯০ মিনিটের খেলা হলেও ফুটবল ভীষণ পরিশ্রমের একটি খেলা। ভৌগোলিক কারণেই ইউরোপে এমনিতেই রোজা রাখতে হয় প্রায় ১৯ থেকে ২১ ঘণ্টা।
রোজা রেখে তাই ফুটবলের মাঠে নামাটা তাই সালাহর একদমই অসম্ভব সেটা স্প্যানিশ এক রেডিওতে সাক্ষাৎকার দেয়ার সময় বলেছেন রুবেন, ‘ সে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ফাইনালের দিন রোজা রাখছেনা। আমরা যখন মারবেলাতে (স্পেনের একটি শহর) যখন ছিলাম তখন আমাদের পুষ্টিবিদ একটা তালিকা দিয়েছিল আমাদের।’
এই দুই রোজা না রাখতে পারলেও রমজান মাসের শুরু থেকেই সব রোজা রেখে আসছেন সালাহ। লিভারপুলের হয়ে প্রথম মৌসুম খেলতে নেমেই ৪৪ গোল করে পুরো ফুটবল দুনিয়াকে চমকে দেয়া মিশরীয় ফরোয়ার্ড অবশ্য সহায়তা পাচ্ছেন ধর্মীয় দিক থেকেও। ইসলামী শরীয়ত মতে, ভ্রমণে থাকলে রোজা না রাখলেও চলবে। তবে, পরে যতগুলো রোজা ভাঙ্গা হবে সেগুলোর দিতে হবে কাফফারা।