ইউএস ওপেনে শুভসূচনা ফেদেরার-মারের
অ্যান্ডি মারে বাধা পেরোতেই পারছেন না অস্ট্রেলিয়ার উঠতি তারকা নিক কিরজিয়স। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল ও ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মারের কাছে হেরে বিদায়ের পর ইউএস ওপেনেও একই দুর্দশার মধ্যে পড়তে হয়েছে কিরজিয়সকে। বছরের শেষ গ্র্যান্ড স্লামে মারের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে। জয় দিয়ে শুভসূচনা করেছেন আরেক শিরোপাপ্রত্যাশী রজার ফেদেরারও।
তবে জয়টা অবশ্য খুব সহজে পাননি মারে। ৭-৫, ৬-৩, ৪-৬, ৬-১ গেমে হারিয়েছেন কিরজিয়সকে। খুব সহজে যে জিততে পারবেন, এমন প্রত্যাশাও ছিল না মারের। ঘাম-ঝরানো জয়ের পর ইংল্যান্ডের এই তারকা বলেছেন, ‘আমি একটা কঠিন লড়াইই আশা করেছিলাম। আর শেষ পর্যন্ত তেমনটাই হয়েছে।’ ফেদেরার অবশ্য সহজ জয় দিয়েই পা রেখেছেন দ্বিতীয় রাউন্ডে। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচটি ইউএস ওপেন শিরোপাজয়ী ফেদেরার অবশ্য ৬-১, ৬-২, ৬-২ গেমে সহজেই হারিয়েছেন আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে।
সরাসরি সেটের জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন আরেক সুইস তারকা স্টান ভাভরিঙ্কা ও চেক রিপাবলিকের থমাস ব্যারদিখ। ভাভরিঙ্কা ৭-৫, ৬-৪, ৭-৬ (৮/৬) গেমে হারিয়েছেন স্পেনের অ্যালবার্ট রামোসকে। আর ব্যারদিখ ৬-৩, ৬-২, ৬-৪ গেমের জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের বোর্ন ফ্রাটাঙ্গেলোর বিপক্ষে।
মেয়েদের একক থেকে সোমবারই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস। মঙ্গলবারও কোনো অঘটনের মুখে পড়তে হয়নি শিরোপাপ্রত্যাশী তারকাদের। জয় পেয়েছেন সামান্থা স্টোসুর, ক্যারোলিন ওজনিয়াকি, ভিক্টোরিয়া আজারেঙ্কা, সাবিনা লিসিস্কি ও সিমোনা হালেপ। ইনজুরির কারণে এবারের ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা।