ফিফার নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ফিগো
সেপ ব্ল্যাটারের প্রশাসনিক কর্মকাণ্ডে মোটেও সন্তুষ্ট নন লুইস ফিগো। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ভাবমূর্তি উন্নয়নের ভার নিজ কাঁধে তুলে নিতে চান সাবেক এই পর্তুগিজ তারকা। সেই লক্ষ্যে এ বছর অনুষ্ঠেয় ফিফার সভাপতি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০ বছরের পেশাদার ক্যারিয়ারে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো বিখ্যাত ক্লাবে খেলেছেন ফিগো। জিতেছেন চারটি স্প্যানিশ লিগ, চারটি ইতালিয়ান লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ১২৭টি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলে। ২০০০ সালে ব্যালন ডি’অর ও ২০০১ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন ফিগো।
যে ফুটবল এত কিছু দিয়েছে, এবার সেই ফুটবলের উন্নয়নে কাজ করতে চান পর্তুগালের সাবেক অধিনায়ক। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফুটবল আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। এখন আমি তার প্রতিদান দিতে চাই। সম্প্রতি আমি লক্ষ করছি, ফিফার ভাবমূর্তি অনেক ক্ষুণ্ন হয়েছে। ফুটবল-সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি কথা বলেছি। খেলোয়াড়, কোচ, ফুটবল সংস্থাগুলোর সভাপতি সবাই আমাকে বলেছেন, কিছু একটা করা দরকার।’
২০১১ সাল থেকে উয়েফা ফুটবল কমিটির সদস্য ফিগো ও ফিফার বর্তমান সভাপতি ব্ল্যাটার ছাড়া এ নির্বাচনে লড়াই করবেন জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন, ফিফার সাবেক কর্মকর্তা জেরম শ্যাম্পেন, ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড ডেভিড জিনোলা এবং নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল ফন প্রাগ।