রোনালদোকে ছাড়া তিউনিসিয়ার বিপক্ষে পর্তুগালের ড্র
আর কিছুদিন পরেই শুরু হচ্ছে জমজমাট রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুত হচ্ছে দলগুলো। এবারের রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল ফেভারিট না হলেও বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ভক্ত-সমর্থকদের নজর থাকবে পর্তুগালের দিকে। গতকাল রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রোনালদোকে ছাড়া তিউনিসিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র করে পর্তুগাল।
দুদিন আগেই শেষ হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। লিভারপুলকে ১-৩ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক লিগে টানা ম্যাচ খেলে ক্লান্ত। ফলে তিউনিসিয়ার বিপক্ষে তাঁকে বিশ্রামেই রাখেন পর্তুগাল কোচ ফার্নেন্দো সান্তোস।
দলের সেরা তারকা রোনালদোকে ছাড়াও নিজেদের মাঠ স্তাদিও মিউনিসিপ্যাল ডি ব্রাগাতে দারুণ সূচনা করে পর্তুগাল। অবশ্য প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে। প্রথমার্ধের ২২ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন ভ্যালেন্তে সিলভা। ম্যাচের ৩৪ মিনিটেই দলকে আরো এক ধাপ এগিয়ে দেন জোয়াও মারিও। ২-০ গোলে প্রতিপক্ষ দল এগিয়ে গেলেও খেই হারায়নি আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের আসরে জায়গা করে নেওয়া তিউনিসিয়া। ম্যাচের ৩৯ মিনিটে আনিস বাদ্রি তিউনিসিয়ার পক্ষে এক গোল পরিশোধ করেন। বিরতির পর পর্তুগালকে কোনো সুযোগ না দিয়ে দ্বিতীয় গোলটি করেন বিন ইউসুফ। ফলে পর্তুগালকে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।
এবারের রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল খেলবে ‘বি’ গ্রুপে। ২০১০ সালের শিরোপাজয়ী স্পেনসহ মরক্কো ও এশিয়ার প্রতিনিধি ইরানের মোকাবিলা করতে হবে রোনালদোদের।