মেক্সিকোকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইডেন
এবারের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ‘এফ’ গ্রুপটা যেন ছাড়িয়ে যাবে সব কিছুকেই। শুরুতেই জার্মানিকে হারিয়ে দিয়েছিল মেক্সিকো। আজ সেই মেক্সিকোকে উড়িয়ে দিয়েছে সুইডেন। ৩-০ গোলের দারুণ জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে সুইডিশরা।
অন্যদিকে এই গ্রুপের অপর ম্যাচে ঘটে গেছে বড়সড় অঘটন। গতবারের শিরোপাজয়ী জার্মানিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। যার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ফেভারিট জার্মানিকে।
মেক্সিকো-সুইডেন ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিলেন দুই দলের ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মেক্সিকোর রক্ষণভাগে চড়াও হয় ৫০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন আগুস্টিনসন। ৬২ মিনিটে সুইডেনের দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। মোক্ষম গোলের সুযোগটি নষ্ট করেননি গ্রানভিস্ট। আর ৭৪ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন মেক্সিকোর ডিফেন্ডার আলভারেজ। শেষপর্যন্ত এই ৩-০ গোলের জয় দিয়েই নকআউট পর্বে পা রেখেছে সুইডেন।
‘এফ’ গ্রুপে সুইডেন ও মেক্সিকো- দুই দলই পেয়েছে দুটি করে জয়। হেরেছে একটিতে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন। আর মেক্সিকো রানারআপ।
গতবারের শিরোপাজয়ী জার্মানি জায়গা করে নিতে পারেনি তৃতীয় স্থানটিতেও। সেখানে আছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ ধরে রাখার মিশন শেষ করতে হয়েছে গতবারের শিরোপাজয়ী জার্মানিকে।