দ্বিতীয় টেস্টের একাদশে নেই রুবেল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ, ইনিংস ও ২১৯ রানে। এর চেয়েও বড় কথা প্রথম ইনিংসে লজ্জাজনক ব্যাটিং ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দুরবস্থার কথা। প্রথম ১০ ওভারেই পাঁচ উইকেট নেই, আর লাঞ্চের আগেই ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৩ রানে। অ্যান্টিগায় সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নেমেছেন সাকিব-তামিমরা।
আজ বৃহস্পতিবার জ্যামাইকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারে কোনো রান সংগ্রহ করতে পারেনি। বল করছেন আবু জায়েদ রাহি।
এদিকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে, পেসার রুবেল হোসেনে জায়গায় নেওয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে।
গুঞ্জন শোনা যাচ্ছে শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশে ফিরিয়ে আনা হচ্ছে রুবেলকে। তা ছাড়া প্রথম ম্যাচেও বল হাতে খুব একটা সাফল্য পাননি তিনি। ১৭ ওভার বল করে ৪৪ রান খরচ করেছেন, কিন্তু কোনো উইকেট পাননি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও কামরুল ইসলাম রাব্বি।