Beta

‘দয়া করে আমাকে ভুল বুঝবেন না’

০৪ আগস্ট ২০১৮, ১৩:৩৭ | আপডেট: ০৪ আগস্ট ২০১৮, ১৯:৫৮

স্পোর্টস ডেস্ক

নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলে অধিনায়ক সাকিব আল হাসান তাদের এমন আন্দোলনের প্রশংসা করলেও শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছিলেন। আর এই কারণে ব্যাপক সামলোচনার মুখে পড়েছিলেন তিনি। তাই নিজের ভুল বুঝতে পারে সবার পাশে থাকার অঙ্গীকার করেছেন।

গতকাল শুক্রবার শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন সাকিব। চরম সমালোচনার মুখে পড়ে সেই পোস্টটি ডিলিট করে আরেকটি পোস্ট দিয়ে তাঁকে ভুল না বোঝার আহ্বান জানিয়েছেন।

নতুন পোস্টে সাকিব লিখেছেন, ‘আমার সকল ভক্তদের জানাচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যক্ত করা কথায় আমাকে ভুল বুঝছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমারও আপনাদের সবার মতো পরিবার আছে, যাদের নিরাপত্তা আমার কাছেও অনেক বেশি মূল্যবান। আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকারকে সুযোগ দেওয়া উচিত, যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।’

এক ভিডিও বার্তায় সাকিব আরো বলেন, ‘আমি প্রথমেই বাংলাদেশের সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। তাদের এই যুগান্তকারি আন্দোলনের জন্য। আমি তোমাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেই সঙ্গে এটাও বলতে চাই, এটা শুধু শিক্ষার্থীদের দাবি হওয়া উচিত নয়, এটা সকল মানুষের দাবি হওয়া উচিত। কারণ প্রতি বছর সড়ক দুর্ঘটনা ঘটছে, অনেক প্রাণ ঝরে যাচ্ছে। এটা আমাদের কারোরই কাম্য নয়।’

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement