মুস্তাফিজের প্রশংসায় মুম্বাই ইন্ডিয়ানস
ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রায় প্রতিটি ম্যাচেই ঝলক দেখিয়েছেন কাটার-মাস্টার। তাঁর অসাধারণ নৈপুণ্যে দল পেয়েছে দারুণ সাফল্য, সীমিত ওভারের দুটি সিরিজই জিতেছে বাংলাদেশ। তাই তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ তাঁর আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস।
মুম্বাই ইন্ডিয়ানস নিজেদের টুইটার পেজে মুস্তাফিজের প্রশংসা করে লিখেছে, ‘বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুস্তাফিজুর রহমান। এই সিরিজে তিন ম্যাচে আট উইকেট নিয়েছেন, হয়েছেন শীর্ষ উইকেট সংগ্রাহক।’
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ছয় ম্যাচ ১৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। প্রতিটি ম্যাচে তিনি সাফল্য পেয়েছেন। যার মধ্যে টি-টোয়েন্টিতে আটটি এবং ওয়ানডেতে পেয়েছেন পাঁচটি উইকেট। তাই ভরাতীয় ফ্র্যাঞ্চাইজি দলটি তাঁর প্রশংসা করেছে।
অবশ্য গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলে খুব একটা সাফল্য পাননি মুস্তাফিজ। সাত ম্যাচ খেলে নিয়েছিলেন সাত উইকেট।