শাহাদাত হোসেন সাময়িক বহিষ্কার
গৃহকর্মী নির্যাতনের অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত শাহাদাত হোসেনের ক্রিকেটের বাইরে থাকা উচিত বলে আগের দিন মত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। রোববার জাতীয় দলের পেসারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত শাহাদাতকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘শাহাদাতের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও গুরুতর। তাই বিসিবি তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত সিদ্ধান্তটা কার্যকর থাকবে।’
গত রোববার শরীর ও চোখের নিচে আঘাতের চিহ্নসহ ১১ বছর বয়সী গৃহকর্মী হ্যাপিকে উদ্ধার করেন মিরপুরের স্থানীয় বাসিন্দারা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তাকে নির্যাতন করেছে। সেদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
রোববার রাতেই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা করেন।