বৃষ্টিতে ধুয়ে গেল লর্ডস টেস্টের প্রথম দিন
প্রথম টেস্টেই পাওয়া গিয়েছিল জমজমাট লড়াইয়ের আভাস। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ৩১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে হানা দিয়েছে বৃষ্টি। লর্ডস টেস্টের প্রথম দিনে মাঠেই গড়াতে পারেনি খেলা।
লর্ডস টেস্টের প্রথম দিনে শুরু থেকেই মুখ গোমড়া ছিল আকাশের। একটু পরপরই ঝড়েছে বৃষ্টি। ফলে প্রায় পুরোটা সময়ই মাঠ ঢেকে রাখতে হয়েছিল গ্রাউন্ডসম্যানদের। দুপুর নাগাদ একটু রোদ ওঠার পর কিছুটা আশা জেগেছিল খেলা শুরু হওয়ার। কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি।
দিনের পুরোটা সময়ই সাজঘরে বসে হতাশ হয়ে বৃষ্টি দেখতে হয়েছে ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটারদের। কোনো টসও হতে পারেনি। কোনো দল তাদের একাদশও ঘোষণা করেনি।
তবে এই লর্ডস টেস্ট দিয়েই ইংল্যান্ডের পক্ষে অভিষেক হতে পারে ২১ বছর বয়সী ব্যাটসম্যান ওলি পোপের। চার নম্বরে হয়তো তিনিই ব্যাট করতে নামবেন দাওয়িদ মালানের পরিবর্তে।
লর্ডসে কোনো টেস্টের পুরো দিন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার উদাহরণ খুব বেশি অবশ্য নেই। এমনটা শেষবারের মতো দেখা গিয়েছিল ২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের একটি ম্যাচে।