বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন বেয়ারস্টো
ট্রেন্টব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে কিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন জনি বেয়ারস্টো। এ কারণে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে পারবেন কি না, তা নিয়ে চলছে ঘোর সংশয়। তবে কিপিং না করতে পারলেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন বলে জানিয়েছেন ইংল্যান্ড দলের প্রধান কোচ ট্রেভর বেলিস।
৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। তার আগে বেয়ারস্টো সুস্থ হতে পারবেন কি-না, তা এখনো অনিশ্চিত। কোচ বেলিস বলেছেন, ‘আগামী কয়েক দিন আমাদের কথা বলতে হবে চিকিৎসকদের সঙ্গে। তাঁরা বলছেন যে বেয়ারস্টো হয়তো উইকেট কিপিং করতে পারবেন না। কিন্তু ব্যাটিং করতে পারবেন। শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখে আমাদের পদক্ষেপ নিতে হবে।’
বেয়ারস্টো খেলতে না পারলে তাঁর জায়গায় দলে আসতে পারেন জেমস ভিনস। আর উইকেটের পেছনে দেখা যেতে পারে জস বাটলারকে। কোচ বেলিস বলেছেন, ‘আমি জনিকে বোঝানোর চেষ্টা করছি। এই সিদ্ধান্তটা নেওয়া হবে পুরো দলের কথা চিন্তা করে। সে বিশ্বমানের ব্যাটসম্যান। আমরা সেটা জানি।’
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তিনটি ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।