কিপিংও করতে পারেন বেয়ারস্টো
ট্রেন্টব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে কিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন জনি বেয়ারস্টো। এ কারণে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে পারবেন কি না, তা নিয়ে চলছিল ঘোর সংশয়। অনেকেই হয়তো ধরে নিয়েছিল যে, কিপিং করতে না পারলেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। তবে শেষ সময়ে এসে উইকেটের পেছনে দাঁড়ানোর আশাও ব্যক্ত করেছেন বেয়ারস্টো।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বেয়ারস্টো বলেছেন, ‘এখন আমার আঙুলের অবস্থা ভালো। ব্যথাটা কমে গেছে। আশা করছি অনুশীলনে উইকেটকিপিং করতে পারব। আমি তো অবশ্যই খেলতে চাই। কাজেই যদি শেষপর্যন্ত উইকেট কিপিং করতে না পারি তাহলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে চাইব। একই সঙ্গে আমি মরিয়া হয়ে আছি কিপার হিসেবেও নিজের জায়গাটা ধরে রাখার।’
ব্যাটসম্যান হিসেবেও অবশ্য বেয়ারস্টো খারাপ করছেন না। ভারতের বিপক্ষে সিরিজে তিনিই এখন পর্যন্ত ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি, ২০৬ রান করেছেন। ব্যাটিং গড় ৪১.২০। তবে ইনজুরি কাটিয়ে উঠলে শুধুই বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে থাকার কোনো ইচ্ছে নেই বেয়ারস্টোর। তিনি বলেছেন, ‘এটা ভালো কিছু হবে না। আপনি যদি আমার পরিসংখ্যান দেখেন, তাহলে বুঝতে পারবেন যে, আমি যখন কিপিং করছি তখনই ভালো খেলছি। আমি উইকেটরক্ষক হিসেবে দলে থাকতে খুবই আগ্রহী। কারণ আমার মনে হয় গত ৩৮-৩৯ ম্যাচে আমি ভালো খেলেছি।’
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তিনটি ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।