দুবাইতে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি দর্শকরাও!

এশিয়া কাপের উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দলের এই সাফল্যে ক্রিকেটপ্রেমীরা আনন্দে ভাসছে। তবে মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরি ও তামিম ইকবালের এক হাতে ব্যাট করার কীর্তিতে প্রশংসা কুড়িয়েছে সবার। শুধু ক্রিকেটাররাই নয়, এবার প্রশংসা কুড়িয়েছে মাঠে উপস্থিত বাংলাদেশি দর্শকরাও।
গতকাল শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষে বাংলাদেশি দর্শকরা স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাড়ি ফিরেন। বাংলাদেশি দর্শকদের এই উদ্যোগ প্রশংসা পায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
দুবাইতে বিপুলসংখ্যক বাংলাদেশি বাসবাস করে থাকেন। তাঁরা মাঠে গিয়ে খেলা দেখে শুধু দলের সাফল্য উদযাপন করেননি, দেশের জন্যও সুনাম বয়ে এনেছেন।
তাই দর্শকদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। খেলা শেষে দর্শকদের উদ্দেশে বাংলায় তিনি বলেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ, মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাওয়ায়। আমি জানি, অনেক প্রবাসী ভাই আরব আমিরাতে থাকেন। এই জয় আপনাদের জন্য। আশা করি, সামনের ম্যাচগুলোতেও আপনারা এভাবে সমর্থন দেবেন।‘
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জিতেছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের করা ২৬১ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১২৪ রানে, যাতে মুশফিকুর রহিম ১৪৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন।