চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা আতলেতিকো-বরুশিয়ার
চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে শুভসূচনা করেছে আতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। স্পেনের অন্যতম সেরা ক্লাব আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সের মোনাকোকে। আর বেলজিয়ামের ক্লাব ব্রুজেকে ১-০ গোলে হারিয়েছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড।
মোনাকোর মাঠে খেলতে গিয়ে শুরুতেই পিছিয়ে পড়েছিল আতলেতিকো মাদ্রিদ। ১৮ মিনিটের মাথায় আতলেতিকোর জালে বল জড়িয়ে দিয়েছিলেন মোনাকোর উইঙ্গার স্যামুয়েল গ্রান্ডসির। তবে প্রথমার্ধেই এই গোল শোধ করে দেয় আতলেতিকো মাদ্রিদ। ৩১ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেন ডিয়েগো কস্তা। আর প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হোসে গিমেনেজ। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে আতলেতিকো মাদ্রিদ।
অন্যদিকে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে জয়ের জন্য বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে জার্মানির অন্যতম সেরা ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রথমার্ধ তো বটেই, ম্যাচের প্রায় পুরো সময়ই কেটেছে গোলশূন্য অবস্থায়। ৮৫ মিনিটের মাথায় অবশেষে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে সক্ষম হয় বরুশিয়া। গোল করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। আর এই গোলের সুবাদেই প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরতে সক্ষম হয়েছে বরুশিয়া।
চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে অন্যতম ফেভারিট বার্সেলোনা ৪-০ গোলের বড় জয় পেয়েছে নেদারল্যান্ডসের ক্লাব এইনহোভেনের বিপক্ষে। হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অন্যদিকে উত্তেজনাপূর্ণ ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরে গেছে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইন।