এবার লেবাননকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ১০ গোলে জেতা স্বাগতিক দলের মেয়েরা দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে জিতেছে লেবাননের বিপক্ষে।
আজ বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে তহুরা খাতুন, সাজেদা খাতুন ও শামসুন্নাহার (জুনিয়র) দুটি করে গোল করে। আর একটি করে গোল করে আনাই মোগিনি ও রোজিনা আক্তার।
ম্যাচের ১৪ মিনিটে বাংলাদেশের পক্ষে প্রথম গোল করে সাজেদা। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তহুরা।
২৩ মিনিটে তহুরা দলের গোল ব্যবধান ৩-০তে নিয়ে যায়। আর ২৬ মিনিটে আনাই করে চতুর্থ গোল। প্রথমার্ধের আরেকটি গোল পায় স্বাগতিক দলের মেয়েরা, ৪০ মিনিটে সাজেদা করে গোলটি।
দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করে বাংলাদেশ, এর মধ্যে দুটি শামসুন্নাহার ও একটি রোজিনার।
আগামী শুক্রবার তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই জয়ের সুবাদে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাগতিকরা।