মাইলফলকের সামনে মাশরাফি
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বেশ কিছুদিন ধরেই দারুণ পারফর্ম করছে বাংলাদেশ দল। শুধু নেতৃত্ব নয়, সবসময় দলের কাণ্ডারির ভূমিকায় পারফর্ম করে দলকে টেনে তুলেছেন সফলতম এই অধিনায়ক। এবার আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেট অর্জন করতে মাত্র তিনটি উইকেট প্রয়োজন তাঁর।
তবে এই ব্যাপারে মোটেও অতিরিক্ত আগ্রহ নেই বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমার আসলে এসব নিয়ে বাড়তি কোনো আগ্রহ নেই। প্রত্যেক বোলারের জন্য আলাদা আলাদা মাইলফলক থাকে। আমার ক্ষেত্রে বলব, ১০০ বা ২০০ উইকেটের মাইলফলকের ক্ষেত্রেই কোনো অনুভূতি আসেনি। সেখানে ২৫০ উইকেটের ক্ষেত্রেও এমন কিছুর প্রশ্ন ওঠে না।’
তবে দলে নিজের ভূমিকা যথাযথভাবে পালন করতে চান বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচ খেলা। ম্যাচে ছোট ছোট অবদান, যতটুকু আমি রাখতে পারি, সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে, যদি আমি সম্পূর্ণ ম্যাচ খেলতে পারি, চেষ্টা করব আবদান রাখার জন্য।’
তিনটি উইকেট অর্জনে মাশরাফির নজর থাকবে না সেটি নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। তবে দলের জন্য ভূমিকা রাখতে গিয়ে তিনটি উইকেট পেলে বরং ভক্তরা আনন্দিত হবে। তাই ভালো খেলাকেই মাইলফলক হিসেবে নিয়েছেন মাশরাফি।