এবার সিরিজ জয়ের হাতছানি
প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। তাই তৃতীয় ম্যাচটি হয়ে গেছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচ জিতলেই ভারতের মাটিতে দারুণ সাফল্য পাবে মুমিনুল-নাসিররা। রোববার বেঙ্গালুরুতে এই সমীকরণে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ‘এ’ দল।
বাংলাদেশের জন্য ভালো দিক হচ্ছে দ্বিতীয় ম্যাচে জিতে খেলোয়াড়রা বেশ উজ্জীবিত। তাই আগের ম্যাচের প্রেরণা নিয়ে নতুন একটি ইতিহাস গড়ার প্রত্যেয় মাঠে নামবেন তাঁরা।
টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ জাতীয় দল এখন পর্যন্ত ভারত সফরে যেতে পারেনি। অবশ্য জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে গঠন করা হয়েছে ‘এ’ দল। এবার তাদের সামনে সিরিজ জয়ের দারুণ একটি সুযোগ। এ ম্যাচে স্বাগতিকদের হারাতে পারলেই প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জিতবে বাংলাদেশের কোনো দল।
এই অধরা সাফল্য কি বাংলাদেশ পাবে? আগের ম্যাচে সফরকারীরা অসাধারণ সাফল্য পেয়েছে মূলত নাসির হোসেনের অলরাউন্ডিং নৈপুণ্যেই। সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে মূল ভূমিকা রেখেছেন তিনিই। পেসার রুবেল হোসেন চার উইকেট নিয়ে সেই জয়ে রেখেছেন মূল্যবান অবদান।
অবশ্য প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের টাপঅর্ডার ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেনি। ব্যাটিংয়ের এই হতাশা দূর করতে না পারলে সিরিজের শেষ ওয়ানডেতে জয় পাওয়া মুশকিল হয়ে যাবে।