সিরিজ জিততে ব্যর্থ বাংলাদেশ ‘এ’
ভারত সফরে প্রথম ওয়ানডেতে ৯৬ রানে হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে নাসির হোসেনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স ৬৫ রানের জয় এনে দিয়েছিল বাংলাদেশ ‘এ’ দলকে। কিন্তু সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আবার পরাস্ত মুমিনুল-নাসিররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭৫ রানে জিতে নিয়েছে ভারত ‘এ’ দল। স্বাগতিকদের জয়ের ব্যবধান তাই ২-১।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির কারণে দৈর্ঘ্য কমে আসা ম্যাচে ৪৬ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের লক্ষ্য দাঁড়িয়েছিল ২৯০ রান। শুরুটা একদমই ভালো হয়নি। দলীয় ২৪ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার সৌম্য সরকার (১) ও রনি তালুকদার (৯) এবং তিন নম্বরে নামা এনামুল হক (১)। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাওয়াল কুলকার্নির বলে বোল্ড হয়ে যান সৌম্য। পরের ওভারে এনামুলকে আউট করেছেন কুলকার্নির নতুন বলের সঙ্গী শ্রীনাথ অরবিন্দ। নবম ওভারে রনি তালুকদারকেও ফিরিয়ে দিয়েছেন এই বাঁ-হাতি পেসার।
চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস ও অধিনায়ক মুমিনুল হক। কিন্তু দুজনকেই আউট করেছেন সিরিজে প্রথম খেলতে নামা চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ২১ রান করে ফিরেছেন লিটন। মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৩৭ রান।
দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ বলে অপরাজিত ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলা নাসির হোসেনও বেশিদূর যেতে পারেননি। আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ২২ রান করে ফেরার পর শেষ ভরসা হয়ে টিকেছিলেন সাব্বির রহমান। কিন্তু বাংলাদেশের জয়ের আশায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি। স্কোর যখন ৩২ ওভারে ৬ উইকেটে ১৪১ রান, তখন বৃষ্টি এসে খেলা শেষ করে দিয়েছে। সেসময় সাব্বির ৪১ ও আরাফাত সানি ২ রান নিয়ে ব্যাট করছিলেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার (১০৪) শতক ও সঞ্জু স্যামসনের (৯০) শতকের কাছাকাছি ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছিল ভারত ‘এ’ দল। স্বাগতিকদের ইনিংস শেষে বৃষ্টি নামার কারণে বাংলাদেশের ইনিংস চার ওভার কমিয়ে দেওয়া হয়।
এরপর দুটো তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী মঙ্গলবার থেকে মহীশূরে শুরু হতে যাওয়া প্রথম তিনদিনের ম্যাচে মুমিনুল-নাসিরদের প্রতিপক্ষ ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। ৩০ সেপ্টেম্বর ‘এ’ দলের দেশে ফেরার কথা।