চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের বন্ধু
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া আর নেই। দীর্ঘদিন হৃদরোগে ভোগার পর কলকাতার বিড়লা হার্ট রিসার্চ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা গেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের অকৃ্ত্রিম বন্ধু ছিলেন।
এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে হার্ট-অ্যাটাক হয় ডালমিয়ার। এরপর তাঁকে কলকাতার বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সফল অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউতে) রাখা হয়েছিল।
রবিবার সকাল থেকেই তাঁর অবস্থা খারাপ হতে শুরু করে। অবশেষে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
এনডিটিভি জানিয়েছে, ডালমিয়ার মৃত্যুসংবাদ পেয়েই হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আহম মুস্তাফা কামাল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।
চলতি বছরের মার্চ মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ডালমিয়া। এর আগে ২০০১ থেকে ২০০৪ এবং ২০১৩ সালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটে সদাহাস্যময় মানুষটির অবদান চিরস্মরণীয়। ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে ডালমিয়ার অবদান ছিল অনেক। তখন তিনি সুপারিশও করেছিলেন। এরপর থেকে সব সময়ই সমর্থন দিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটকে।
সর্বশেষ আইসিসির সভাপতি আ হ ম মুস্তাফা কামালের সাথে আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের বিবাদে বাংলাদেশকে নীরব সমর্থন দিয়ে বুঝিয়েছিলেন বন্ধুর মর্যাদা। এ ছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করে ডালমিয়া পরিচিতি পেয়েছিলেন 'বাংলাদেশের বন্ধু' হিসেবে। তাঁর মৃত্যুতে তাই অকৃত্রিম এক বন্ধুকেই হারাল বাংলাদেশ।