অভিষেকেই ইতিহাস পৃথ্বির
বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপ এবং টেস্ট ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে উৎরে গেছে ভারত। এমনকি তাঁদের উত্তরসূরিরা কতটা সম্ভাবনাময়, সেটিই ভারত প্রমাণ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজকোট টেস্টে। টস জিতে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নামে ভারত। ওপেনিং জুটিতে নেমেছিলেন লোকেশ রাহুল এবং অভিষিক্ত পৃথ্বি শ’। ২৯ টেস্ট খেলা লোকেশ রাহুল এদিন শূন্য রানে ফিরে গেলেও অভিষেকেই শতক করে চমকে দিয়েছেন পৃথ্বি।
দেবেন্দ্র বিশুর বলে কট এন্ড বোল্ড হওয়ার আগে ১৫৪ বলে ১৩৪ রান করেছিলেন পৃথ্বি শ। অসাধারণ ইনিংসটি খেলার পথে ১৯টি চার মেরেছেন তিনি। শুরু থেকেই মারমুখো ছিলেন পৃথ্বি। দেখে মনেই হয়নি, আজকের টেস্ট ম্যাচ দিয়েই ভারত জাতীয় দলের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে নেমেছে এই তরুণ ব্যাটসম্যান। লোকেশ রাহুলের উইকেট পড়ার পর চেতেশ্বর পুজারাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ২০৬ রান যোগ করেন পৃথ্বি। পরে ব্যক্তিগত ৮৪ রানে পুজারা আউট হয়ে গেলেও শতক তুলে নিয়েছেন অভিষিক্ত ব্যাটসম্যান। অবশ্য বিরাট কোহলি নামার পরে মাত্র ১৮ রান যোগ করেই প্রথম ব্যাটিং ইনিংসের সমাপ্তি টানেন তিনি।
সর্বপ্রথম ২০১৩ সালে নজরে আসেন পৃথ্বি। হ্যারিস শিল্ড এলিট ডিভিশন ম্যাচে মাত্র ১৪ বছর বয়সেই ৫৪৬ রান করেন পৃথ্বি। এই স্কোর স্কুল পর্যায়ের টুর্নামেন্টটির রেকর্ডে অক্ষত ছিল ২০১৬ সাল পর্যন্ত। এমনকি রঞ্জি ট্রফি (২০১৬-১৭) এবং দুলিপ ট্রফি (২০১৭) দুটি টুর্নামেন্টেই অভিষেকেই শতক করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এমন রেকর্ড শুধুমাত্র শচীন টেন্ডুলকারের সঙ্গেই তুলনা করা যায়। তবে এবছর আইপিএলে দিল্লী ডেয়ার ডেভিলসের হয়ে ৯ ম্যাচ খেলে ২৪৫ রান করেছেন তিনি, যার মধ্যে অর্ধশতক দুইটি। ফলে, সহজেই নজর কেড়েছেন এই তরুণ ব্যাটসম্যান। অভিষেক টেস্টেই শতক করে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন পৃথ্বি। শুধু ব্যাটিং নয়, স্পিনার হিসেবে তাঁকে বল করানোর সুযোগও থাকছে ভারতীয় জাতীয় দলের। তাঁকে পরবর্তী বিরাট কোহলি বলে মন্তব্য করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।
নিজের প্ররতিটি ম্যাচে রানের তৃষ্ণা মেটান্যোর চেষ্টা করেছেন পৃথ্বি। এমনকি লোকেশ রাহুলেরে উইকেট পড়ে যাওয়ার পরেও দলের হাল ধরে নিজের সক্ষমতার পরিচত্য দিয়েছেন তিনি। অভিষেকের চমক তাঁর ক্যারিয়ার জুড়ে থাকবে, এমনটিই হয়ত চাইবেন নির্বাচকরা।