হজের কারণে সিপিএলে খেলেননি সাকিব
এ বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে বাম হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেটির সম্পূর্ণ চিকিৎসা না করেই বছরজুড়ে দেশের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন তিনি। এর খেসারত তাঁকে দিতে হয়েছে এশিয়া কাপের শেষ সুপার ফোরেই ছিটকে পড়ে। এখন চিকিৎসাধীন আছেন সাকিব। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিওতে সাকিবকে ধর্মবিষয়ক আলোচনা সভায় অংশ নিতে দেখা যায়। সেখানে হজের জন্য সিপিএলে খেলেননি বলে মন্তব্য করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
পবিত্র হজ পালন করে দেশে ফেরার পরই এমন অনুষ্ঠানে সাকিব অংশগ্রহণ করেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি হজের পরের দিনই সরাসরি এখানে চলে এসেছি। এমন ভালো কাজে অংশ নিতে পেরে ভালো লাগছে। আশা করি আপনারাও এমন কাজে অংশ নেবেন। এখানে যাঁরা ইসলাম নিয়ে কথা বলেছেন, তাদের কথা আশা করি আপনারা সবাই বুঝেছেন। আমি ইসলাম নিয়ে তেমন বেশি কিছু জানি না, তাই কিছু বলব না। আমি বিশ্বাস করি, এখজন ভালো মুসলমান হতে হলে যেসব কাজ করা উচিত সেগুলোর মধ্যে নামাজ পড়া, অন্যকে সাহায্য করা, হতে পারে ভালো কাজ করা।’
এই মৌসুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পান বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। তবে টুর্নামেন্টে না খেলেই হজে চলে যান সাকিব। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি মূলত হজ করার একটি সুযোগ পেয়ে যাই। আমার এ বছর হজের পরিকল্পনা ছিল না। সিপিএলে খেলার কথা ছিল। তাই যখন আমি ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাই, তখন সেখানেই থাকার পরিকল্পনা ছিল। তখন সৌদি আরবের দূতাবাস থেকে আমাকে হজের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি তখন সিপিএলের ৩০ হাজার ডলারের চুক্তি বাতিল করেই হজের চলে যাই। আমি মন থেকে বিশ্বাস করি, ভালো কাজের জন্য যেকোনো ত্যাগ বৃথা যায় না। ইচ্ছে থাকলে আল্লাহ সেটি পূরণের ব্যবস্থা করে দেন।’
সাকিব আল হাসান এশিয়া কাপে খেলার মতো ফিট ছিলেন না বলে আগেই জানিয়েছিলেন। সেটিরই প্রমাণ মিলেছে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ছিটকে পড়ে। বাম হাতের কব্জি পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশে ফিরেই দ্রুত ডাক্তার দেখান এবং পুঁজ অস্ত্রোপচার করে বের করান সাকিব। বর্তমানে তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে আছেন।