বাড়ির বাইরে ঘনিষ্ঠ অবস্থায় সাইফ-কারিনার ভিডিও ভাইরাল
বলিউডের জনপ্রিয় দম্পতি কারিনা কাপুর-সাইফ আলি খান একটি ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দু'জনকেই বাড়ির বাইরে প্রকাশ্যে একে অন্যকে আলিঙ্গন করার পর চুম্বনরত অবস্থায় দেখা যায়। এই সুন্দর মুহূর্তটি পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করে।
যেখানে তাদেরকে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে। ডেনিমের সঙ্গে সাদা কুর্তা পরেছিলেন কারিনা। অন্যদিকে, কুর্তার সঙ্গে পায়জামা পরেছেন সাইফ আলি। দু’জনেই বাড়ি থেকে বের হয়ে যে যাঁর গাড়িতে বেরিয়ে গেলেও তাঁর আগে দু’জনেই একে অন্যকে আলিঙ্গন, ঠোঁটে ঠোঁট রেখে চুমু নজর কেড়েছে সকলের। সসেই মুহূর্তটি ক্যামেরায় সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে কারিনা প্রথমে সাইফকে তার গাড়িতে উঠিয়ে দেন এবং তিনি গাড়িতে চেপে বেরিয়ে যান।
একজন লিখেছেন, ‘আপনার সম্পর্ককে এমনভাবেই বাঁচিয়ে রাখুন সারাজীবন। আজও আপনাদের দেখে মনে হয় প্রথমবার দেখছি।'
কেউবা বলেন, ‘একেবারে পারফেক্ট কাপল।’ কারও মতে, ‘বাড়িতে চুমু খাওয়ার সময় নেই, এভাবে রাস্তায় খেতে হচ্ছে। অন্য তৈমুরের জন্য প্রস্তুতি চলছে। তবে আপনারা কি একসঙ্গে একই বাড়িতে থাকেন না?’ তাঁদের দু’জনের এই মুহূর্তের ছবিকে ‘কিউট কিউট কিউট’ বলেও ব্যাখ্যা করেছেন বহু ভক্ত।
কারিনা কাপুর এবং সাইফ আলি খান ২০১২ সালে কোর্ট ম্যারেজ করেন। কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল 'ক্রু' সিনেমাতে। অন্যদিকে, সইফ আলী খানকে তেলুগু সিনেমা দেবরা-তে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে দেখা যাবে।