২-০ গোলে সৌদি আরবকে হারালো ব্রাজিল
গতকাল শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। তবে স্বাগতিকদের ২-০ গোলে হারাতে খুব একটা কষ্ট হয়নি নেইমারদের। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে এমন জয়ে অবশ্যই স্বস্তিতে থাকবে ব্রাজিল।
ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপ মিশন বেলজিয়ামের কাছে হেরে শেষ হয়েছিল। এরপর এখন পর্যন্ত মাত্র তিনটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছে তারা। তবে তিনটিতেই জয় পেয়েছেন নেইমাররা। যুক্তরাষ্ট্রকে ২-০, এল সালভাদরকে ৫-০ এবং সৌদি আরবকে গতকাল ২-০ ব্যবধানে হারানোর পর অবশ্য শিষ্যদের নিয়ে স্বস্তিতেই থাকবেন তিতে।
খেলার প্রথমার্ধে টানটান উত্তেজনা। ব্রাজিল তো বটেই, আক্রমণে উঠে এসেছে সৌদি আরবও। তবে শেষ পর্যন্ত ৪৩ মিনিটের মাথায় সৌদির রক্ষণভাগ ভাঙতে সমর্থ হয় ব্রাজিল। ম্যানচেস্টার সিটির তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস নেইমারের থ্রো থেকে গোল আদায় করে নেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য ব্রাজিল নিজেদের জাত ফুটবল চিনিয়েছে। তাদের একেক পর এক আক্রমণে চিন্তার ছাপ দেখা দিয়েছিল সৌদি রক্ষণভাগে। গোলরক্ষক আল ওয়াইস থাকার কারণে হয়তো দুটির বেশি গোল হজম করতে হয়নি সৌদি আরবকে। শেষ পর্যন্ত ওয়াইসের ভুলেই ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় ব্রাজিল। রিচার্লিসনের কাছ থেকে বল ধরতে বৈধ অঞ্চলের বাইরে চলে গেলে লাল কার্ড দেখেন তিনি। ফলে দশজনের দল সৌদি আরব কোণঠাসা হয়ে পড়ে ব্রাজিলের কাছে। এর পরই ইনজুরি সময়ে নেইমারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন অ্যালেক্স সান্দ্রো।
সৌদি আরব ভুগিয়েছে ব্রাজিলকে। এমনকি দুটি গোলের সম্ভাবনা অফসাইডের ফাঁদে পড়ে। এই ব্যাপারে সান্দ্রো বলেন, ‘আমরা জানি, আমাদের আরো ভালো খেলতে হবে। আমরা আরো ভালো খেলতে পারি। আবহাওয়ার একটা প্রভাব তো ছিলই। আমাদের নতুন খেলোয়াড় প্রয়োজন, যারা মানিয়ে নিতে পারবে। তবে অভিনন্দন আমাদের প্রাপ্য।’
আগামী ১৬ অক্টোবর মঙ্গলবার জেদ্দায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে নিজেদের এমন জয় দেখে প্রস্তুতির ব্যাপারে নিশ্চিন্ত থাকতেই পারেন কোচ তিতে।