অস্ট্রেলিয়া সফরে নেই আমলা

নভেম্বরে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে দলে নেই ওপেনার হাশিম আমলা। আঙুলের চোট অসিদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাঁকে। তবে সামনে ঘরোয়া ক্রিকেট ও বিশ্বকাপকে মাথায় রেখেই আমলাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ ওটিস গিবসন।
গিবসন বলেন, ‘নির্বাচক দল হিসেবে আমরা তাঁর সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি। সামনের টুর্নামেন্টগুলোর জন্য তাঁর যতটা সময় প্রয়োজন, আমরা তাঁকে দিতে চেয়েছি।’
আমলার অনুপস্থিতিতে দলে গিবসন নতুনদের পরীক্ষা করতে চাইবেন। টপ অর্ডারের তরুণদের সুযোগ আসতে পারে তবে তাদের আগেই সাবধান করেছেন তিনি। কোচের মতে, ‘গত এক বছর ধরে আমরা খেলোয়াড়দের দেখছি এবং আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বকাপের দলে থাকার সুযোগ শেষ হয়ে যাবে। আমরা যাদের নিয়ে বিশ্বকাপ সফর শুরু করতে চাই, তাঁদের আরো কাছাকাছি যাচ্ছি।’
দ্বিপক্ষীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল চার বছর আগে। তাঁদের সবচেয়ে সফল জুটি আমলা ও কুইন্টন ডি ককের মধ্যে এবার দলে কেউ নেই। কককে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ওপেনিংয়ে রিজা হেনড্রিকস ও এডেন মার্করামকে পরীক্ষা করে দেখতে চাইবেন গিবসন, এমনটিই শোনা গেছে। হয়তো অস্ট্রেলিয়া সফরের চেয়ে বিশ্বকাপের দিকেই বেশি নজর দিচ্ছেন তিনি।