জয়ে শুরু যুব দলের শ্রীলঙ্কা মিশন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরের শুরুটা দারুণ হয়েছে। জয় দিয়ে শুরু করেছে তারা। সফরের প্রথম চারদিনের ম্যাচে স্বাগতিকদের ১৩ রানে হারিয়েছে তারা। তাই দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছেন বাংলাদেশের যুবারা।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০৯ রান গড়ে। জবাবে ২৮৮ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় বাংলাদেশ।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ১১৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাদেশ। এতে ম্যাচ জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ১২৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তাই ম্যাচটি জিতে নেয় সফরকারী বাংলাদেশ।
আগামী ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দল। এরপর পাঁচটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।