হঠাৎ জিম্বাবুয়ের বিপক্ষে দলে সৌম্য
ফর্মে না থাকার কারণে এশিয়া কাপের মূল দলে প্রথমে জায়গা পাননি সৌম্য সরকার। ইনজুরির কারণে তামিম ছিটকে পড়ায় দলে ডাক পড়ে তাঁর। তবে সেখানেও জ্বলে উঠতে পারেননি এই ওপেনার। তাই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে জায়গা হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের। তবে এবার হঠাৎ করেই চলমান সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য ডাক পেয়েছেন।
বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন সৌম্য। দলে যাওয়া-আসার মধ্যেও নজর কেড়েছিলেন কোচ স্টিভ রোডসের। এমনকি বিশ্বকাপের দল নির্বাচনের ভাবনায় সৌম্যকে নিয়ে ভেবেছেন বলে মন্তব্য করেছেন রোডস। আলোচনায় সৌম্য আসার কারণ মূলত জাতীয় ক্রিকেট লিগে অসাধারণ পারফরমেন্স করে উঠে আসা। খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে দুই ব্যাটিং ইনিংসের দুটিতেই অর্ধশতক এবং পাঁচ উইকেট লাভ করেন তিনি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দেন সৌম্য। সেই ম্যাচেও শতক পেয়েছিলেন তিনি। নিজেকে ফর্মে ফিরিয়ে আলোচনায় এসেছেন সৌম্য। তারই ধারাবাহিকতায় এবার তৃতীয় ওয়ানডের জন্য জাতীয় দলে ডাক পেয়েছে এই মারকুটে ব্যাটসম্যান।
জিম্বাবুয়ে সিরিজে আবারও প্রকট হয়ে দেখা দিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা। সৌম্য সেই ব্যর্থতা মুছে আবারও দলে নিয়মিত মুখ হয়ে উঠবেন কি না, সেটি সময়ই বলে দেবে।