তাইজুলের হ্যাটট্রিকের সম্ভাবনা

সিলেটে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৮ রানে ৬ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই দারুণ সাফল্যের পাশাপাশি আরো একটি সাফল্যের সম্ভাবনাও জাগিয়ে রাখলেন, হ্যাটট্রিকের।
ম্যাচের প্রথম ইনিংসের ১১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারার উইকেট তুলে নেন তাইজুল। পরপর দুই বলে উইকেট শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করে রাখলেন তিনি। ম্যাচের তৃতীয় ও জিম্বাবুয়ের ইনিংসে বল হাতে নিয়ে নিজের প্রথম ডেলিভারিতে উইকেট পেলে হ্যাটট্রিকের উল্লাস করতে পারবেন এই বাংলাদেশি স্পিনার। আর তা পেলে তৃতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করতে পারেন।
এর আগে বাংলাদেশের হয়ে অলক কাপালি ও সোহাগ গাজী হ্যাটট্রিক করেছিলেন। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কাপালি। পাকিস্তান সফরের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল সেটি। ম্যাচের দ্বিতীয় ও পাকিস্তানের প্রথম ইনিংসের ১০৭তম ওভারের শেষ দুই বলে উইকেট নেন কাপালি। ফলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। এরপর ১০৯তম ওভারের প্রথম বলে পাকিস্তানের শেষ ব্যাটসম্যানকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কাপালি। তাঁর শিকার হয়েছেন পাকিস্তানের তিন টেলএন্ডার ব্যাটসম্যান—সাব্বির আহমেদ, দানেশ কানেরিয়া ও উমর গুল।
এরপর ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন গাজী। ম্যাচের তৃতীয় ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক করেন গাজী। ওই ইনিংসের ৮৫তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বল পর্যন্ত কিউইদের তিন ব্যাটসম্যান যথাক্রমে কোরি অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং ও ডগ ব্রেসওয়েলকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন গাজী।