কাল আসছেন শন ক্যারল, বিসিবির সিদ্ধান্ত এর পর
‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণে দলটির সফর পরিকল্পনা দেরি করছে।
বিকেলে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এনটিভি অনলাইনকে বলেন, ‘অস্ট্রেলিয়া দলের সফরকে কেন্দ্র করে আগামীকাল রোববার ঢাকায় আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা শন ক্যারল। তিনি এখানকার সার্বিক নিরাপত্তার ব্যাপার পর্যবেক্ষণ করবেন এবং তাঁর মতামত জানাবেন। তাঁর মতামত জানার পরই বিসিবি নিজেদের সিদ্ধান্ত জানাবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরসূচি নিয়ে গণমাধ্যমের প্রকাশিত খবরের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জালাল ইউনুস আরো বলেন, ‘এ ব্যাপারে খুব শিগগির গণমাধ্যমকে আমাদের অবস্থান জানাব।’
গত শুক্রবারই অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য-সংক্রান্ত বিভাগ (ডিফ্যাট) বাংলাদেশ সম্পর্কে জানায়, এখানে (বাংলাদেশে) অস্ট্রেলিয়ানদের জন্য ঝুঁকি আছে। এ বিষয়ে ডিফ্যাটের কাছে ‘নির্ভরযোগ্য সূত্রের তথ্য’ আছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।