দারুণ রেকর্ড গড়লেন শেহজাদ
ক্রিকেটে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক সময়ে। আবুধাবিতে শুরু হওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম ভার্সন টি-টেন টুর্নামেন্টে এবার সবচেয়ে কম বল খেলে অর্ধশতকের রেকর্ড গড়েছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। এমনকি মাত্র ১৬ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সিন্ধির বিপক্ষে রাজপুতদের বিনা উইকেটে জয় এনে দিয়েছেন তিনি।
১০ ওভারে লক্ষ্য ছিল ৯৫ রান। প্রতি ওভাবে রানের হিসাবে খুব কম রান তো নয়ই, গড়ে ওভারপ্রতি ৯.৫ রান প্রয়োজন ছিল রাজপুতদের। তবে সিন্ধি বোলারদের নাস্তানাবুদ করে মাত্র চার ওভারেই সেই রান তুলে মাঠ ছেড়েছেন কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ও শেহজাদ। দুজন মারকুটে ব্যাটসম্যানের অসাধারণ পারফরমেন্সের সুবাদে মাত্র ১৭ মিনিটেই লক্ষ্য ছুঁয়ে খেলা শেষ করেছে রাজপুত।
১৬ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে ১২ বলে অর্ধশতক পূর্ণ করেন শেহজাদ। তাঁর রানই টি-টেন লিগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এমনকি লিগের প্রথম অর্ধশতকও এটি। ৪৬২.৫০ স্ট্রাইক রেটের এই ইনিংসে আটটি ছক্কা মেরেছিলেন শেহজাদ। এমনকি রাজপুতদের ব্যাটিং ইনিংসে কোনো ডট বলই ছিল না শেহজাদ এবং ম্যাককালামের মারকুটে ইনিংসের সুবাদে।
এর আগে শেন ওয়াটসনের ২০ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ছয় উইকেটের বিনিময়ে সিন্ধিরা করেছিল ১০ ওভারে ৯৬ রান। রাজপুতদের হয়ে মুনাফ প্যাটেল সর্বোচ্চ তিন উইকেট এবং কার্লোস ব্রাফেট পেয়েছিলেন দুই উইকেট। তবে এই লক্ষ্য এত সহজে দুর্দান্ত কিছু রেকর্ড করে মাত্র চার ওভারে পেরিয়ে যাবেন শেহজাদরা— এমনটি হয়তো রাজপুত দলেরও কেউ-ই ভাবেননি।