ইতালীয় কোচ লোপেজকে সতর্ক থাকার পরামর্শ
ইতালীয় নাগরিক চেসারে তাভেলা হত্যার পর কয়েকটি দেশের দূতাবাস তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা রয়েছে এই তালিকায়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা। শান্তিতে নেই জাতীয় ফুটবল দলের কোচ ফাবিও লোপেজও। তাঁকে সতর্কতার সঙ্গে চলাচলের পারমর্শ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ফুটবল দল এখন বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত। মামুনুল-এমিলি-জাহিদদের সঙ্গে রয়েছেন কোচ লোপেজ, তাঁর সহকারী তিনো ইউক্কারিন ও ট্রেনার অ্যাঞ্জেলো ফাবিয়া। খুব প্রয়োজন ছাড়া তিন ইতালীয়কে বিকেএসপির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের বলেন, ‘দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও টিম লিডার ইকবাল হোসেনকে বিদেশি কোচিং স্টাফদের দেখা-শোনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের ওপর বাড়তি নজরদারির পরামর্শও দেওয়া হয়েছে। বাফুফে কর্মকর্তাদের সঙ্গে কথা না বলে বিকেএসপির বাইরে যেতে বারণ করা হয়েছে তাঁদের।’
শুধু তাই নয়, বাফুফে সাধারণ সম্পাদক ব্যক্তিগতভাবে কথাও বলেছেন বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে। কারণ খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফরাও বিকেএসপিতে থাকছেন।
গত সোমবার গুলশানের কূটনৈতিক এলাকায় ইতালীয় নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকেই বাংলাদেশে বিদেশিদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকার কূটনৈতিক অঞ্চলেও।
ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে বিদায় করে দেওয়ার পর গত ১০ সেপ্টেম্বর চার মাসের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে লোপেজকে। চুক্তির মেয়াদ আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত।
লোপেজের প্রথম পরীক্ষা সামনেই, আগামী ১৩ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ নভেম্বর তাজিকিস্তান ও ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বছরের ২৪ মার্চ জর্ডানের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্ব ছাড়াও লোপেজের আরেকটি গুরুত্বপূর্ণ ‘অ্যাসাইনমেন্ট’ সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ডিসেম্বরে ভারতের কেরালায় হবে দক্ষিণ এশিয়ার এই সেরা ফুটবল টুর্নামেন্ট। তবে সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গেলে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পারে বাফুফে।
বিশ্বকাপ বাছাইপর্ব উপলক্ষে ২৯ জন ফুটবলারকে নিয়ে বিকেএসপিতে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে এখন। শুরুতে ৪১ জনের দল থাকলেও গত রোববার ১২ জনকে থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য অভিজ্ঞ স্ট্রাইকার এনামুল হক ও উদীয়মান মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।