কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টিভ ওয়াহ
ক্রিকেটে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি এতে কোনো সন্দেহ নেই। টেস্ট বা সীমিত ওভারের ক্রিকেট, সবখানেই দারুণ ছন্দে আছেন তিনি। গড়েন অনেত কীর্তি। তাই সাবেক কিংবদন্তিরা তাঁর প্রশংসা করতে ভুলছেন না। এবার কোহলির শুধু প্রশংসায় করেননি, তাঁকে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকাল ও ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার সঙ্গে তুলনা করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।
আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ঠিক এমন সময়ে স্টিভ ওয়াহ বলেন, ‘শচীন-লারার মতো বিধ্বংসী কোহলি। বড় সিরিজে নিজেদের সেরাটাই দিতেন টেন্ডুলকার-লারারা, ঠিক একই রকম কোহলিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পার্থক্য গড়ে দিতে পারে কোহলি।’
অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি টেস্ট সিরিজ খেলেছে ভারত। এখনো কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এ ব্যাপারে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, ‘ভারতের সামনে সিরিজে জয়ের দারুণ সুযোগ। কারণ এবারের অস্ট্রেলিয়া দল শক্তিশালী নয়। এই সিরিজের জন্য বেশ ভালোভাবে তৈরি হয়ে এসেছে ভারত। সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে তারা।’