Beta

এবার টানা দুই ড্র পিএসজির

০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫

স্পোর্টস ডেস্ক

নেইমারকে ছাড়াই গতকাল বুধবার স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। তবে গত ম্যাচের রেশ যেন এখনো কাটেনি। বোর্ডক্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার স্ট্রাসবার্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে পরপর দুই ড্রয়ে পয়েন্ট হারিয়েছে থমাস টুশেলের দল। অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষেই আছে দলটি।

শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলছিল পিএসজি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি ভালো ফিনিশিংয়ের অভাবে। ৪০ মিনিটের সময় ডি বক্সে জার্মান ডিফেন্ডার থিলো কেহরার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিও পায় স্ট্রাসবার্গ। গোল আদায় করে নিতে কোনো ভুল করেননি ফরাসি ডিফেন্ডার কেনি লালা।

অবশ্য পিএসজির সমতায় ফেরা গোলটিও এসেছে সেই পেনাল্টি থেকেই। ৭১ মিনিটের মাথায় ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিক নেন উরুগুয়ে তারকা এডিনসন কাভানি। দলকে সমতায় ফিরিয়ে আসরের দশম গোল আদায় করে নেন তিনি। স্ট্রাসবার্গ অবশ্য আরেকবার বল জড়িয়েছিল পিএসজির জালে, তবে সেটি অফসাইডের ফাঁদে পড়লে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।

প্রথম ১৪ ম্যাচ টানা জয়ের পর পরপর দুই ম্যাচে ড্র করল পিএসজি। ফলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। অবশ্য দ্বিতীয় অবস্থানে থাকা লিলের পয়েন্ট ৩০।

Advertisement