আত্মঘাতী গোলে ড্র ইউনাইটেডের
ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরপর দুবার পিছিয়ে যাওয়ার পরও সমতায় ফিরে এসেছে মরিনহোর দল। গতকাল বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। অবশ্য একটি আত্মঘাতী গোল না হলে জয়ী হতে পারত জোসে মরিনিয়োর দল।
প্রথম থেকেই মাঝমাঠে বল নিয়ে প্রতিযোগিতা চলছিল। তবে প্রথমে সফলতা পায় আর্সেনাল। ২৬ মিনিটের মাথায় মুস্তাফির হেড গোলরক্ষক ডেভিড ডি গিয়ার গ্লাভস ফসকে গোললাইন পেরিয়ে গেলে এগিয়ে যায় আর্সেনাল।
অবশ্য ঠিক চার মিনিট পরেই অ্যান্টনি মার্শাল সমতায় ফেরান ইউনাইটেডকে। আর্সেনাল গোলরক্ষক লেনোর ফেরানো ফ্রি কিককে এররেরা আবারও শট নিয়ে জালে জড়ান। সেই গোল এবং ফ্রি কিকের সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্ক হলেও খেলা থেমে থাকেনি। প্রথমার্ধে দুই দল আর কোনো গোল পায়নি। ১-১ গোলে শেষ হয়েছে প্রথমার্ধ।
আর্সেনাল দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ৬৮ মিনিটের মাথায়। মার্কো রোজোর পায়ের বলই নিজের জালে জড়ালে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ঠিক পরের মিনিটে আবারও সমতায় ফিরিয়েছেন ইউনাইটেড তারকা জেসে লিনগার্ড। পরে ২-২ গোলেই ম্যাচটি ড্র হয়। এই ড্রয়ের ফলে আর্সেনালের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। মরিনিয়োর ইউনাইটেড আছে অষ্টম স্থানে, তাদের পয়েন্ট ২৩।