রোনালদোর ৫০০ গোলের উল্লাস
মাঝে তিন ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর মতো তারকা তিন ম্যাচ গোলবঞ্চিত থাকলে এমনিতেই শোরগোল হয়। এ ক্ষেত্রে সেটা একটু বেশিই হচ্ছিল। রিয়াল মাদ্রিদ তারকা যে দারুণ এক অর্জনের সামনে দাঁড়িয়েছিলেন। ক্যারিয়ারে ৫০০ গোলের সেই অর্জন অবশেষে স্পর্শ করলেন তিনি। রোনালদোর দুবারের লক্ষ্যভেদে চ্যাম্পিয়নস লিগে সুইডেনের মালমোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
রোনালদোর অনন্য অর্জনের রাতে ইউরোপের অন্য পরাশক্তিরাও জয়ের আনন্দে বিভোর। ঘরের মাঠে পিছিয়ে পড়েও জার্মানির ভল্ফসবুর্গকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর ‘প্রতিবেশী’ ম্যানচেস্টার সিটিও একই ব্যবধানে জিতেছে আরেক জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের মাঠে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ২-০ গোলে স্পেনের সেভিয়াকে আর ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই ৩-০ গোলে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে হারিয়েছে।
গত ১২ সেপ্টেম্বর লা লিগায় রোনালদোর পাঁচ গোলে এসপানিওলকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রিয়াল। চারদিন পর আবার তাঁর চমক। সেদিন চ্যাম্পিয়নস লিগে রোনালদোর হ্যাটট্রিকে শাখতার দোনেৎস্ক ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। ওই দুই ম্যাচে আট গোল তাঁকে নিয়ে গিয়েছিল ৪৯৯ গোলে। কিন্তু এরপর টানা তিন ম্যাচে গোল নেই! অবশেষে বুধবার রাতে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত ফিফা ব্যালন ডি’অর জয়ীর জীবনে। ২৯ মিনিটে লক্ষ্যভেদ করে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। শেষ মুহূর্তে রোনালদোর আরেকটি গোল মালমোর মাঠে সহজ জয় এনে দিল রিয়াল মাদ্রিদকে।
এমন একটা দুর্দান্ত অর্জনে রোনালদো উচ্ছ্বসিত, ‘আমি দারুণ খুশি। এই অর্জন স্পর্শ করতে সাহায্য করায় আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলার সময় এমন একটা রেকর্ড গড়তে পারা দারুণ সম্মানজনক ব্যাপার।’
তবে শুধু ৫০০ গোল নয়, আরো কিছু অর্জনও এখন রোনালদোর হাতের মুঠোয়। এবারের জোড়া গোল রাউল গঞ্জালেজের পাশে দাঁড় করিয়ে দিয়েছে তাঁকে। রিয়ালের পক্ষে সবচেয়ে বেশি ৩২৩ গোলের রেকর্ড ভাগাভাগি করে নিচ্ছেন দুজনে। যদিও ইউরোপের সফলতম ক্লাবে রাউলের (৭৪১) চেয়ে রোনালদোর (৩০৮) ম্যাচের সংখ্যা অর্ধেকেরও কম।
রিয়ালের জার্সিতে গোল-সংখ্যা সমান হলেও চ্যাম্পিয়নস লিগের হিসাবে রাউলকে পেছনে ফেলে দিয়েছেন রোনালদো। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রিয়ালের হয়ে রাউলের গোল ৬৬টি। মালমোর বিপক্ষে সাফল্যের সুবাদে রোনালদোর গোল-সংখ্যা ৬৭। ৮২ গোল নিয়ে পর্তুগালের অধিনায়ক এখন চ্যাম্পিয়নস লিগের সফলতম খেলোয়াড়। পাঁচ গোল কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।