শঙ্কামুক্ত লিটন
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা বেশ ভালোই করেছিলেন লিটন দাস। ড্যাশিং বাঁহাতি ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে দলের প্রথম বাউন্ডারি এসেছিল তাঁর ব্যাট থেকেই। তবে ওশেন থমাসের সেই দ্বিতীয় ওভারেই আঘাত পেয়ে মাঠ থেকে ছিটকে পড়েন লিটন। অবশ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, হাড়ে চিড় ধরেনি লিটনের। পরে সৌম্য সরকার আউট হলে মাঠে নেমেছেন তিনি।
প্রথম ওয়ানডেতে সব বল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের ওপর করেছিলেন থমাস। পাঁচ ওভার বল করে পেয়েছিলেন ইমরুল কায়েসের উইকেটটি। আজ দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ক্যারিবীয়রা। দলীয় দ্বিতীয় ওভারেই বল করতে আসেন থমাস। প্রথম বলটি অবৈধ হওয়ায় এবং স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিম দৌড়ে একবার প্রান্ত বদল করায় পরের বলে মুখোমুখি হন লিটন। ফুল লেন্থের সেই বলকে কাভার দিয়ে বাউন্ডারি মেরে রানের গতি বাড়িয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ঠিক এক বল পরেই দুর্দান্ত একটি ইয়র্কার দিয়েছিলেন থমাস। সেটি ব্যাটে লেগে পায়ের অরক্ষিত অংশে লাগলে চোট পান লিটন। একবার প্রান্ত বদল করেই নন-স্ট্রাইকিং প্রান্তে শুয়ে পড়েন তিনি। ফিজিও অবস্থা পর্যবেক্ষণ করে তখনই হাসপাতালে পাঠিয়েছিলেন তাঁকে। মাত্র সাতটি বল খেলেই একটি চারের মারে ৫ রান করে স্ট্রেচারে শুয়ে সাজঘরে ফিরেছেন লিটন।
তবে লিটন ইনজুরির শঙ্কার বাইরে বলে পরীক্ষা শেষে চিকিৎসকরা মন্তব্য করেছেন। মিনহাজুল আবেদীন নান্নুও জানিয়েছেন, এক্স-রে রিপোর্টে হাড়ে ফাটল ধরার কোনো লক্ষণ দেখেননি চিকিৎসকরা।