রিয়াল মাদ্রিদে রোনালদোর সংবর্ধনা
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউলকে পেছনে ফেলে সর্বকালের সেরা গোলদাতা বনে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সুইডেনের ক্লাব মালামোর বিপক্ষে জোড়া গোল করে রিয়ালের পক্ষে সবেচেয়ে বেশি গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ তারকা। রিয়ালও মহা সমারোহে সংবর্ধনা দিয়েছে দলের সেরা খেলোয়াড়টিকে।
১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে ৩২৩টি গোল করেছিলেন রাউল। তবে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য তাঁকে খেলতে হয়েছিল ৭৪১টি ম্যাচ। আর রোনালদো সেই জায়গায় গিয়েছেন মাত্র সাত বছরে। ৩০৮ ম্যাচ খেলে করেছেন ৩২৪টি গোল। স্যান্টিয়াগো বার্নাব্যুতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মারক পুরস্কার গ্রহণ শেষে রোনালদো বলেছেন, ‘প্রথম যখন রিয়ালের হয়ে খেলা শুরু করি তখন ভাবতেও পারিনি যে, আমি একদিন ক্লাবের সেরা গোলদাতা হয়ে যাব। আমি খুবই খুশি। এ জন্য ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থদের। কারণ তাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না।’
তবে রোনালদোর এই রেকর্ড নিয়ে কিছুটা বিতর্কও চলছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। অনেকেই বলছেন যে, রোনালদো এখনো ছাড়িয়ে যেতে পারেননি রাউলকে। ৩২৩ গোল নিয়ে এখন তিনি ভাগাভাগি করে নিচ্ছেন রাউলের রেকর্ড। ২০১০ সালের সেপ্টেম্বরে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে রোনালদোর একটি গোল নিয়ে বেধেছে বিতর্ক। রোনালদোর ফ্রি-কিক পেপের কাঁধে লেগে ঢুকেছিল প্রতিপক্ষের জালে। সেটাকে অনেকেই বিবেচনা করেছিল পেপের গোল হিসেবে। রিয়াল মাদ্রিদ অবশ্য সেটাকে ধরে নিয়েছে রোনালদোর গোল হিসেবেই।
এই বিতর্কের অবসান ঘটিয়ে দেওয়ার জন্যও হয়তো খুব বেশি অপেক্ষা করতে হবে না পর্তুগিজ তারকাকে। রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে একটি গোল করতে পারলেই রোনালদো উঠে যাবেন সব বিতর্কের ঊর্ধ্বে। রিয়ালের পক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি নিয়ে আর কোনো সন্দেহজনক প্রশ্নের মুখে পড়তে হবে না তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে।