সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন সাকিব
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা হচ্ছে না বলে হয়তো কিছুটা সুবিধাই হয়েছে তাঁর। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে আরো বেশি সময় থাকতে পারবেন। হ্যাঁ, এই সুযোগ নিয়েছেনও তিনি। সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছে দেড় মাসের ছুটির জন্য আবেদন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই জাতীয় ক্রিকেট লিগেও খেলা হচ্ছে না তাঁর।
নভেম্বরের মাঝামাঝিতে সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির প্রথম সন্তানের পৃথিবীর আলো দেখার কথা। তাই বিসিবির কাছে সাকিব ছুটি চেয়েছেন নভেম্বরের মাঝামাঝি পর্যন্তই।
সাকিবের ছুটির আবেদনপত্র পেয়েছেন বলে স্বীকার করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ‘ক্রিকেট খেলার কারণে এমনিতেই ব্যক্তিজীবনে অনেক ব্যস্ত সময় পার করতে হয় তাঁদের। কিছু কিছু সময় তাঁদের পরিবারের পাশে থাকার সুযোগ পাওয়া উচিত। আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।’
জাতীয় দলের ক্রিকেটারদের জাতীয় লিগে খেলাটা বাধ্যতামূলক হলেও শনিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলছেন না সাকিব। স্ত্রীর পাশে থাকতে হবে বলেই হয়তো কিছুটা ছাড় পাচ্ছেন তিনি।
২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব ও যুক্তরাষ্ট্রপ্রবাসী শিশির। আড়াই বছরের বেশি সময় পর সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এই দম্পতি।
তাই গত আগস্টের শেষ দিকে শিশির যুক্তরাষ্ট্রে চলে যান। মূলত সেখানেই তাঁর সন্তান জন্মগ্রহণ করার কথা রয়েছে। সঙ্গে গিয়েছিলেন সাকিবও। অবশ্য তিনি কিছুদিন থেকে আবার দেশে ফিরে আসেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ক্যাম্পে যোগ দিতে। নিরাপত্তার ঝুঁকির কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করলে সাকিব সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার। ছুটি পেলে সহসাই তিনি ঢাকা ছেড়ে যাবেন বলে বিসিবি সূত্রে জানা যায়।