হঠাৎ কেন অবসরের ভাবনায় পিকে?
রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে এবার নিজ ক্লাব বার্সেলোনা থেকেও অবসর নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দিপার্তিভোর খবরে বলা হয়েছে, বৃহত্তর স্বার্থে ফুটবলকে বিদায় জানাচ্ছেন পিকে।
১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনার তরুণ দলে খেলেন পিকে। এর পর ১৭ বছর বয়সে ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন । চার বছর ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর ফিরে আসেন ন্যু ক্যাম্পে। এখন পর্যন্ত বার্সার হয়ে খেলে যাচ্ছেন। তাঁর সময়ে বার্সা সাতটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, অবসরের পর বার্সেলোনা ফুটবল ক্লাবের সভাপতির দায়িত্ব নিতে পারেন পিকে।
এর আগে এই বছর আগস্টে জাতীয় দল থেকে অবসর নেন পিকে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্পেন হয়ে অভিষেক হয়েছিল তাঁর। নয় বছরে দেশের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন পাঁচটি। জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো।