বিশ্বকাপের ভাবনায় এমপি মাশরাফি
গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে অনেক অর্জন জমা পড়েছে তাঁর হাত ধরে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সাফল্য পেয়েছে লাল-সবুজের দল। দলকে সাফল্য এনে দিতে গিয়ে নিজের ঝুলিটাও সমৃদ্ধ করেছেন নড়াইল এক্সপ্রেস। তাই পেয়েছেন ক্রিকেটপ্রেমীদের দারুণ ভালোবাসা। সেই ভালোবাসা আরো একবার পেলেন নড়াইলবাসীর কাছ থেকে। জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।
নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে দাঁড়িয়ে জিতেছেন মাশরাফি। খেলার মাঠ থেকে সংসদে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি তিনি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও পেশাদার ক্রিকেট খেলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খেলতে চান বিশ্বকাপেও।
নির্বাচনে জিতে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এখন আমার লক্ষ্য হচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলা। অবসর নিয়ে এখনই ভাবছি না। আপাতত বিপিএল নিয়ে মনোযোগী হতে চাই। ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা আসরটির।’
একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ২১০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ঐক্যফন্ট মনোনীত এনপিপির একাংশের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন সাত হাজার ৮৮৩ ভোট।
নির্বাচনে জিতে চ্যালেঞ্জ নিতে তৈরি মাশরাফি বলেন, ‘মানুষ যেভাবে আমাকে নির্বাচিত করেছে, তা অবশ্যই ভালোলাগার। এখন দায়িত্ব বেড়েছে। সামনে পদক্ষেপ কী, তা জেনে এগিয়ে যেতে হবে। মানুষের চাওয়া-পাওয়া অনেক। সে চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য তৈরি হতে হবে আমাকে।’
আগামী মে-জুনে বিশ্বকাপ ক্রিকেট। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরে এমপি মাশরাফির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ, সেটা ধরেই নেওয়া যায়।