নেইমারের কান্নায় ভেজা জয় পিএসজির
আবার ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কোপা দ্য ফ্রান্সের ম্যাচে স্ত্রাসবুর্গের বিরুদ্ধে ম্যাচের ৬২ মিনিটে ইনজুরি আক্রান্ত ফরোয়ার্ড চোখে জল নিয়ে মাঠ ছাড়েন। তবে প্যারিসিয়ান কাপ নামে খ্যাত টুর্নামেন্টে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তাঁর দল পিএসজি।
ম্যাচের চতুর্থ মিনিটেই এডিনসন কাভানি গোল করে এগিয়ে দেন পিএসজিকে। দলের হয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন উরুগুইয়ান ফরোয়ার্ড। এরপর দুদলই দীর্ঘক্ষণ আর গোল পায়নি। ম্যাচের ৮০ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া দ্বিতীয় গোল করেন পিএসজির হয়ে। ইউলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বলে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন তারকা।
তবে ম্যাচ জয়ের চেয়েও নেইমারের ইনজুরি পিএসজি শিবিরের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে। মাঠ থেকে সোজা হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। ফরাসি জায়ান্টদের সমর্থকরা বিশেষভাবে উৎকণ্ঠিত ইনজুরিটা আবার পুরোনো জায়গায় হয়েছে বলে। ডান পায়ের মেটাটারস্যালের এই ইনজুরির কারণে গত বছর বিশ্বকাপ খেলাটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান তারকার। ইনজুরি থেকে ফিরে এলেও চিরচেনা ধারাল নেইমারকে ঠিক দেখা যায়নি মাঠে।
সর্বশেষ খবরে জানা গেছে, সপ্তাহ তিনেক মাঠের বাইরে কাটাতে হবে নেইমারকে। স্বভাবতই সংবাদটা কোচ থমাস টাচেলের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডের ম্যাচে পিএসজিকে এর পর যে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবিলা করতে হবে।