কোপা আমেরিকায় সহজ গ্রুপে ব্রাজিল
আগামী জুনে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা কাপ ফুটবল টুর্মামেন্ট। ১৪ জুন ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে দক্ষিণ আমেরিকার প্রাচীনতম আসরের। আসরের সহজ গ্রুপ পর্বে পড়েছে ব্রাজিল।
‘এ’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়া। আর ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। আগামী ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।
‘সি’ গ্রুপে রয়েছে উরুগুয়ে, চিলি, জাপান ও ইকুয়েডর। আসরের ফাইনাল হবে ৭ জুলাই। গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হলো কোপা আমেরিকা ড্র।
ঐতিহাসিক এই টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েছে এশিয়ার দুই দেশ কাতার ও জাপান। তারা অতিথি দল হিসেবে আসরে অংশ নেবে।
কোপা আমেরিকায় সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে, ১৫ বার। এর পরেই আর্জেন্টিনা। মেসির দেশ চ্যাম্পিয়ন হয়েছে ১৪ বার। ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। নেইমারের দেশ চ্যাম্পিয়ন আটবার। প্যারাগুয়ে ও পেরু চ্যাম্পিয়ন হয় দুবার করে। এ ছাড়া চিলি, কলম্বিয়া ও বলিভিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
কোপা আমেরিকার তিন গ্রুপ:
গ্রুপ এ : ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু
গ্রুপ বি : আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার
গ্রুপ সি : উরুগুয়ে, ইকুয়েডর, জাপান ও চিলি