রিয়াল মাদ্রিদের স্বস্তির জয়
এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে ‘লা লিগায়’ স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা এদিন জোড়া গোল করেন। এ ছাড়া ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা গ্যারেথ বেল ও অভিজ্ঞ সার্জিও রামোস গোল করলে প্রতিপক্ষের মাঠে সহজ জয় পায় সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের শট এস্পানিওল গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বল জালে জড়ান বেনজেমা। ম্যাচের ১৫ মিনিটে রামোসের হেডে ব্যবধান দ্বিগুণ হয়। তবে লিও ব্যাপতিস্তা ১০ মিনিট বাদে গোল করে ব্যবধান কমিয়ে ফেলেন। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে বেনজেমা আবার গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে স্প্যানিশ জায়ান্টদের হয়ে চতুর্থ গোল করেন গ্যারেথ বেল। ভিনিসিয়াসের বদলি হিসেবে নামার মিনিট খানেকের মধ্যেই ৪-১ ব্যবধানে দলকে এগিয়ে নেন এই ওয়েলস ফরোয়ার্ড। তবে ম্যাচের ৭২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রাফায়েল ভারান।
সে সুযোগে ব্যবধান কমায় এস্পানিওল। সতীর্থের ক্রস বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত শটে রবার্তো রোসালেস স্কোরলাইন ৪-২ করেন। এই জয়ে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।