সাকিবকে দুইয়ে নামালেন হোল্ডার
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে ওয়েস্ট ইন্ডিয়ান জেসন হোল্ডার। বার্বাডোজ টেস্টে দলকে অসাধারণ এক জয় এনে দেওয়ার পর আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়েও দারুণ সুখবর পেলেন দীর্ঘদেহী অধিনায়ক। পাশাপাশি সর্বকালের সেরা অলরাউন্ডার খ্যাত স্যার গ্যারিফিল্ড সোবার্সের পর প্রথম ক্যারিবীয় হিসেবে অলরাউন্ডার তালিকার নাম্বার ওয়ান হলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই ব্যাট-বলে দলের হয়ে ধারাবাহিক পারফর্ম করছেন ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দলের দ্বিতীয় ইনিংসে করেছেন রেকর্ড গড়া দ্বিশতক। এর আগে ভারত সফরে হায়দরাবাদ টেস্টে ফিফটির পাশাপাশি শিকার করেছিলেন পাঁচ উইকেট। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে নিয়েছিলেন ১৬ উইকেট। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাট-বলে সব্যসাচী ছিলেন এই অলরাউন্ডার।
জেসন হোল্ডারকে এক নম্বর জায়গা ছেড়ে দিয়ে বাংলাদেশের সাকিব আল হাসান নেমে গেছেন দুইয়ে। হোল্ডারের ৪৪০ পয়েন্টের বিপরীতে সাকিবের রেটিং পয়েন্ট ৪১৫। ৩৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছেন ভারতের বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।